রাণীনগরে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বে-সরকারি সংস্থা আশা’র সারা দেশের সকল উপজেলার ন্যায় রাণীনগরের সকল ব্রাঞ্চে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বেলোবাড়ি গ্রামের আশা’র কোকিল ভূমিহীন সমিতির মহিলা সদস্য ও তার আশপাশের মহিলাদের মাঝে বার্ধক্যে সুস্থ্যতা ও প্রশান্তির লক্ষে সচেতনতা এবং স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক ল্যাট্রিন ব্যবহারের উপড় স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা করা হয়। এতে আলোচনা করেন আশা’র রাণীনগর অঞ্চলের সিআরএম মো: আব্দুল কাদের, রাণীনগর ১নং ব্র্যাঞ্চের ম্যানেজার মোছা: লায়লা আক্তার, ২নং ব্রাঞ্চের ম্যানেজার মো: আব্দুস সামাদ, সহকারি ম্যানেজার মো: আবু হোসেন, সিনিয়র লোন অফিসার মো: আব্বাস আলী প্রমুখ। এছাড়াও দলের সভানেত্রী আদরী, সম্পাদক বেলী, কোষাধ্যক্ষ আদরী আক্তারসহ শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।